প্রকাশিত: Fri, Dec 15, 2023 6:42 PM
আপডেট: Sat, Dec 6, 2025 2:18 PM

ঢাকা-ময়মনসিংহ রেল পথে অতিরিক্ত নিরাপত্তা

সোলায়মান মোহাম্মদ, শ্রীপুর (গাজীপুর): [] বড় ধরণের নাশকতার পর ঢাকা-ময়মনসিংহ রেল পথের নির্জন স্থানগুলোতে বিশেষ নিরাপত্তাসহ নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ

[] শুক্রবার বাংলাদেশ রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন

 

[] পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, রেলওয়ে পুলিশের পাশাপাশি আনসার নিয়োগ দেয়া হয়েছে চলন্ত ট্রেনে একজন অফিসারসহ পাঁচজন করে পুলিশ কাজ করছে রাতের বেলায় টর্চ লাইটসহ নিরাপত্তা কর্মী কিলোমিটার হিসেবে নিয়োগ করা হয়েছে সাথে বিশেষ টহলের ব্যবস্থাও আছে বৃহস্পতিবার রাত থেকেই নিরাপত্তা শুরু হয়েছে

[] গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম বলেন, টঙ্গী-জয়দেবপুরে বেঙ্গল থানার ১২ টি রেলস্টেশন রয়েছে  প্রতিটি স্টেশনে জন করে ৪৮ জন আনসার অতিরিক্ত মোতায়েন করা হয়েছে

[] টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, আমার অধীন ৫টি রেলওয়ে গেট আছে  প্রতিটি গেটে জন করে আনসার আছে